দোহাজারী পৌরসভাধীন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৪৯ তম ঐতিহাসিক জশনে জুলুস আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় মাদরাসা প্রাঙ্গন থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে পাঠানিপুল, দেওয়ানহাট, হাজারী বাজার, পূর্ব দোহাজারীর প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে মাদরাসায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়। জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ র্যালীতে নেতৃত্ব দেন এবং আখেড়ী মোনাজাত পরিচালনা করেন মাদরাসা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আহমদ হোসেন আল-কাদেরী। জশনে জুলুস আনন্দ র্যালীর উদ্বোধন করেন অত্র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সিরাজুল ইসলাম আল-কাদেরী। ৪৯তম ঐতিহাসিক জশনে জুলুসে সভাপতিত্ব করেন ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি সিরাজুল হক (বাচা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান জনাব নোমান বেগ, লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মোঃ সোলেমান, জনাব মোঃ জামাল, জনাব ডাঃ আবদুর রহমান, জনাব কাজী শাবাদ্দুনি, জনাব কাজী জহির নুর, জনাব আবদুর রহিম, জনাব জাকের হোসেন সওদাগর প্রমুখ। এরআগে রোববার সকাল থেকে হাজার আশেকে রাসুল ধর্মপ্রান মানুষ মাদ্রাসার মাঠে ব্যানার, ফেস্টুন, মাইক নিয়ে জড়ো হয়ে জশনে জুলুস আনন্দ র্যালীতে যোগদান করেন। প্রধান অতিথির মোনাজাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ জুলসকে বিশ্বের সবচেয়ে জুলস দাবি করে তিনি বলেন,‘বিশ্বে এর চেয়ে বড় কোন জশনে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা হয় না। জামিরজুরী মাদ্রসার এই বিশাল জুলুসে সার্বিক সহযোগিতা প্রদানকারি সকলের জন্য দোয়া কামনা করেন বিশেষ করে আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যানের মেঝ ছেলে ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন আলহাজ্ব মোঃ ইমরান, দোহাজারী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব বশির উদ্দীন মুরাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব নুরুল ইসলামের জন্য দোয়া করেন এবং আগামী বছর ৫০তম জশনে জুলুসে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়। পরে জুলুসে অংশগ্রহণকারী সকল নবী প্রেমিক সুন্নি জনতার মাঝে তাবরুক বিতরণ করা হয়।