সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন আমি চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন কাজ করছি, এ পত্রিকার মানুষের সত্য ও ন্যায়ের কথা বলে আসছে, সমাজের অনেক অনিয়ম অনেক অসহায় ও অননুত বিষয় গুলি তুলে ধরে, সাঙ্গু পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের সরকারের অনেক কাজের সত্যতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। আশা করব এ পত্রিকার সাথে যারা জরিত ও প্রতিনিধি হিসাবে কাজ করে তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। এই ২৩ বছরে সাঙ্গু পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিমধ্যে পাঠকের জায়গায় স্হান করে নিয়েছে। ইউএনও ৮ ফেব্রয়ারি বেলা ১২ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে দৈনিক সাঙ্গুর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
পত্রিকাটির সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমনের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী বলেন আমি মনে করি প্রিন্ট মিডিয়া আর ও শত বছর বেঁচে থাকবে, সব কিছুতেই সাহস লাগে আমি ২০০১ সালে বান্দরবানে একটি পত্রিকার ও টিভির প্রতিনিধি থেকে আজ ঢাকা ও চট্টগ্রাম থেকে পত্রিকা সম্পাদনা করছি, আপনি যদি চান সন্দ্বীপ থেকে পত্রিকা সম্পাদনা করতে পারবেন তার জন্য আন্তরিক ও সাহসিকতা লাগবে। আমাদের এখন যে সাংবাদিকতা চলছে সংশ্লিষ্ট কতৃপক্ষ কে ফোন দিলে আমার একটা রির্পোট আছে, আমার রির্পোট টা করেন আমি আপনার সাথে দেখা করব, আমি বলব না আমি হান্ড্রেড পারছেন্ড অনেস্ট, আমরা কেউ হান্ড্রেড পারসেন্ট অনেস্ট নই, আমি আমার প্রতিনিধি কে একটাকা দিতে পারিনা, প্রতিনিধি কে আমি ভাল হয়ে যেতে বলি কিন্তু আমি কতটুকু ভাল সে বিচার বিশ্রেষন করতে হবে। এখন সাংবাদিকতার খারাপ সময় যাচ্ছে টোকাই থেকে শুরু করে ম্যকানিক পর্যন্ত সবাই সাংবাদিক, আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে যদি অপ-সাংবাদিকতা এখানে না থামে তাহলে আমাদের সবার কপালে দুঃখ আছে। সাংবাকতা সম্পসারিত হচ্ছে ও এগিয়ে যাচ্ছে, প্রিন্ট ভার্সন হয়ত উঠে যাবে তবে প্রত্যকটি কাগজের মাল্টিমিডিয়া রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন দৈনিক সাঙ্গু তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, এ পথ চলার ২৩ বছরে সাঙ্গুর অর্জন অনেক তা ধরে রাখতে হলে সংবাদকর্মীদের সৎ ও সাহসিকতার মাধ্যমে সামনের দবকে এগিয়ে যেতে হবে।
দৈনিক প্রতিদিনের সংবাদের সন্দ্বীপ প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব আবদুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ইসমাইল, উপজেলা সমাজসেবা অফিসার তাজিমুল হালিম, দৈনিক বায়ান্নর চট্টগ্রাম বুরো প্রধান হুমায়ুন কবির, দৈনিক সাঙ্গুর ব্যবস্হাপনা সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চলের প্রধান মুহাম্মদ শামসুদ্দিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সকালের সময় প্রতিনিধি বাদল রায় স্বাধীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভোরের ডাক প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, এনাম নাহার মোড় ব্যবসা কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান ওমর ফারুক, তরুণ ইসলামী গবেষক ও লেখক মাওলানা আবদুর রহমান সাইম প্রমুখ।
উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ ইসমাইল, দৈনিক সাঙ্গু সীতাকুণ্ড প্রতিনিধি নাছির উদ্দীন শিবলু, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েদ মিশু, দৈনিক সাঙ্গু সাঙ্গু সিনিয়র ফটো স্টাফ জাহাঙ্গীর আলম, এস এ টিভির প্রতিনিধি আহসান উল্ল্যাহ সজিব, দৈনিক আজকালের সংবাদের প্রতিনিধি আবদুল হামিদ, দৈনিক বাংলার ডাক প্রতিনিধি মাহামুদুল হাসান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার স্টাফ রির্পোটার নুর মোস্তফা আলী হাসান, দৈনিক সময়ের চিত্র প্রতিনিধি ফখরুদ্দিন রাজী, ও সমবায় ব্যক্তিত্ব বাবলু প্রমুখ।