দৈনিক সাঙ্গু পাঠাকের কাছে এখনো একটি আবেগ এবং ভালোবাসার নাম। বান্দারবানে জন্ম নিয়ে চট্টগ্রাম শহর জয় করে এখন রাজধানীতেও দৈনিক সাঙ্গু’র অবস্থান। দৈনিক সাঙ্গু যখন বান্দারবানের পাক্ষিক পত্রিকা ছিল তখন থেকে সাঙ্গু পত্রিকার কবির হোসেন ছিদ্দিকীর সাথে পরিচয়। বান্দরবানের মধ্যে যে কয়েকজন তরুন সাহসী সাংবাদিক ছিল এরমধ্যে কবির ছিল অন্যতম। দৈনিক সাঙ্গু ব্যতিক্রম কিছু প্রতিবেদন করে চট্টগ্রামসহ সারা দেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আমি বান্দারবান জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে দেখেছি কবির হোসেন ছিদ্দিকীর মধ্যে অনেক গুন রয়েছে। দৈনিক সাঙ্গু কার্যালয়ে শুক্রবার দৈনিক সাঙ্গু পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় সাবেক প্রধান সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ সচিব শেখ ছালেহ আহাম্মেদ এর সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন ছিদ্দিকী বলেন, চরম দুসর্ময়ে সাঙ্গু পত্রিকাকে এগিয়ে নিতে সহায়তা করেছে তৎকালিন সম্পাদক শেখ ছালেহ আহম্মেদ। উনার সহায়তায় আজ দৈনিক সাঙ্গু পত্রিকা চট্টগ্রাম শহরে মাথা উচু করে দাড়াতে পেরেছে। কিছু মানুষ বড় হয়ে বড় জায়গায় গেলে অতিতকে ভুলে যান। কিন্তু শেখ ছালেহ আহম্মেদ মহোদয় গুরুত্বপর্ণ একটি মন্ত্রনালয়ে উপ সচিব হিসেবে দায়িত্ব পালন এবং দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরও দৈনিক সাঙ্গুকে ভুলে নি।
দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সম্পাদক শেখ ইমরান, বার্তা সম্পাদক দস্তগীর আলম, আইন সম্পাদক এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, সিনিয়র স্টাফ রির্পোটার নজরুল ইসলাম,স্টাফ রিপোর্টার নুরুল আলম চৌধুরী, মঈন উদ্দিন মিলন, মহিউদ্দীন আরিফ, জাহেদুল ইসলাম, ইলিয়াছ ভুঁইয়া, আলী আকবর, অনলাইন বিভাগের ইনচার্জ আবুল হাসান, ইসমাইল হোসেন চৌধুরী, আব্দুল কাদের, সিনিয়র স্টাফ ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম ও নুরুল আজম, উপজেলা প্রতিনিধির মধ্যে পটিয়া প্রতিনিধি গিয়াস উদ্দীন, চন্দনাইশ প্রতিনিধি কামরুল ইসলাম, সাতকানিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ, সীতাকুন্ড প্রতিনিধি নাছির উদ্দীন শিবলু, সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, মীরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, ফটিকছড়ী প্রতিনিধি ইকবাল মঞ্জু প্রমুখ।