আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

দৈনিক সাঙ্গুতে খবর প্রকাশের পর সরিয়ে নেয়া হল ঝুকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ার

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৭ জুন ২০২২ ০৮:২৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে মহাসড়কে দাঁড়িয়ে আছে ঝুকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ার! এই শিরোনামে বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু'তে ২৫ এপ্রিল খবর প্রকাশিত হয়। এসময় পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডে(পিডিবি) খাগড়াছড়ির কর্মকর্তা স্বাগত সরকার ফটিকছড়ি অঞ্চলে মহাসড়কে এই একটি মাত্র ঝুকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ার রয়েছে। ঈদুল ফিতরের পর এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেয়া হবে জানালেও তিনি নানা কারণে সরাতে পারেননি। গত ২৫ জুন তাকে দৈনিক সাঙ্গু'র পক্ষ থেকে পুনরায় বিষয়টি অবগত করা হলে দুই দিনের মধ্যে সরিয়ে নেয়ার আশ্বাস দিয়ে তা সোমবার সকালে লোক পাঠিয়ে সরিয়ে নেয়।

 

 ফটিকছড়ির পেলাগাজি দীঘি এলাকায় চট্টগ্রাম হতে খাগড়াছড়ি মহাসড়কে দৈত্যের বেশে দাঁড়িয়ে ছিল ঝুকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারটি(খুঁটি)। মহাসড়কটির উন্নয়ন কাজ চলার মধ্যে ৩৩ হাজার ভোল্টেজ লাইনের টাওয়ারটি অনত্র সরিয়ে নেয়া ছিল সময়ের দাবী। পেলাগাজি দীঘির মোড় থেকে প্রায় ৫০ ফুটের মাথায় এই খুঁটিটির অবস্থান ছিল।  মানুষ চলাচলের জন্য ফুটপাতের অংশ থেকে শুরু করে মূল সড়কের প্রায় ৫/৭ ফুট অংশ জুড়ে এই খুঁটিটি থাকায় তার পাশে মহসড়কে ট্রাক, পি-কাপ পার্কিং করে রাখা হত। ফলে যানবাহন চলাচলে কিছুটা বেগাত সৃষ্টি হয়। খুটিটির কারণে স্থানীয়রা ফুটপাত ব্যবহার না করে মূল সড়ক হয়ে চলাচল করায় যেকোন সময় মারাত্মক দূর্ঘটনা সম্ভাবনা ছিল। ফলে স্থানীয় সাধারণ মানুষ খুঁটিটি সরিয়ে নিতে জোড় দাবী তুলে।

এ ব্যাপারে পিডিবির কর্মকর্তা স্বাগত সরকার জানান, লোকবল সংকটের কারণে টাওয়ারটি যথাসময়ে সরানো যায়নি।