কাপ্তাই উপজেলায় প্রায় ২ মাস পর আবারো ১ জন করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি। গত শনিবার রাতে রাঙামাটি জেলা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য জানানো হয়। এদিকে নতুন শনাক্ত হওয়া ব্যাক্তি কাপ্তাই প্রজেক্ট এলাকায় ৩৫ বছর বয়সী একজন বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়া করোনার নতুন ধরণ ওমিক্রন আতংকে রয়েছে সারাদেশের মানুষ। কাপ্তাইয়েও করোনার এই ধরণ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি গ্রহনের পরামর্শ জানান করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি। তিনি জানান, করোনা সংক্রমন ঠেকাতে একমাত্র উপায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই এখন থেকে কাপ্তাইয়ের বাসিন্দারা যদি স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব না দেয় তবে করোনার ভয়াবহতা আবারো বৃদ্ধি পেতে পারে। তাই তিনি কাপ্তাই উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন এবং বাসিন্দাদের করোনা সচেতনতার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ জানান। তাছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত কোভিট-১৯ এর ভ্যাকসিন গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেছেন তিনি।