আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদককে বহিষ্কার

টেকনাফ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৫ জানুয়ারী ২০২৪ ০৫:২৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য ও সকল পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে৷

শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । 

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় তার বিরুদ্ধে বর্তমান সরকারের সাথে আঁতাত করে ডামী নির্বাচনে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ উপজেলার আওতাধীন সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে সকল প্রকার পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ উপজেলার সভাপতি এড হাসান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন । এই আদেশ ৫ জানুয়ারি হতে কার্যকর হবে । 

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার  মর্জিনা ছিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়।