আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মাতামুহুরী আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৪ মে ২০২৩ ০৯:৩৪:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী, গতিশীল, সুসংগঠিত ও ত্বরান্বিত করার লক্ষে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকালে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু'র সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। প্রধান অতিথির বক্তব্য এমপি জাফর আলম বলেন, দেশ যখন উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে ঠিক এ সময়ে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াত নতুন করে আবারো দেশবিরোধী ষড়ষন্ত্র ও অপরাজনীতি শুরু করেছে। তাদের এই অপশক্তির বিরুদ্ধে সব সময় দলের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার, দেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদেষ্টা। তিনি দেশকে ডিজিটাল করে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই লক্ষে তার হাতকে শক্তিশালী করতে সবাইকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জোট সরকারের সময় দেশের মানুষ কোন ধরণের শান্তি ছিলো না। তারা দেশে অপরাজনীতি করে একটি সন্ত্রাসী গোষ্ঠী নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। দেশেবাসী তাদের সেই নৈরাজ্য ও অপরাজনীতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকারের উন্নয়ন দেখে তারা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদেশের মানুষ এখন অনেক সচেতন। সাধারণ মানুষ অপপ্রচারে বিভ্রান্ত হয় না। কোন অপশক্তিকে শান্তিপূর্ণ এ দেশকে অশাস্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। তাই সকল নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী, গতিশীল, সুসংগঠিত করার আহ্বান জানান। উক্ত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, ডেমুশিয়া ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, বদরখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোছাইন আরিফ, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফিজুর রহমান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম। এছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্রো সিকদার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব মোস্তফা লিমন, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন প্রমুখ। এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ৭ ইউনিয়নের , আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।