ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৩ জন।
বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার ৫২০ জন এবং ঢাকার বাইরের ৪০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতলে ৩ হাজার ৩৮০ জন চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৯২৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ১২০ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয় ১০৫ জনের।