টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ছৈয়দ হোছাইইনের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট (রবিবার) বিকাল ৩টায় প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় টেকনাফ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন সাবেক সহ-সভাপতি মো: আশেক উল্লাহ্ ফারুকী।
স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রবীন সংবাদিক হাফেজ মুহাম্মদ কাসেম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক গোলাম আজম খান, নুরুল হক, সদস্য সাইফুল ইসলাম সাইফী, শিক্ষক মাওঃ আবদুল জলিল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক নুরুল হক, দপতর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুস সালাম, আবুল আলী, শামসুল হক শারেক, জিয়াউর রহমান জিয়া, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, সাধারণ সম্পাদক সামী জাবেদ, সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী প্রিম, যুগ্ম সম্পাদক সাইফ উদ্দীন মামুন, ক্রাইম রিপোটার্স সোসাইটি সাংগঠনিক সম্পাদক মো: শহিদ উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ্, বিএমএসফ টেকনাফ শাখার সহসভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আরাফাত সানী, কর্মরত সাংবাদিক আখতার হোসেন হিরু, মেহেদী হাসান ইমন, ওবাইদুর রহমান, মোস্তাক আহমদ, ইব্রাহীম মাহমূদ, আবদুল আজিজ, এমএ হাসান ও মরহুম ছৈয়দ হোসাইন এর দুই পুত্র তরিকুল ইসলাম বকুল ও হোসাইনুল মোস্তফা রায়গান প্রমুখ।
সভায় বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আল্হাজ্ব মাওঃ ছৈয়দ হোসাইন গত ২ আগষ্ট (বুধবার) ভোররা ৪টার দিকে চট্রগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম সৎ সাংবাদিকতায় ইতিহাসে এক দৃষ্টান্ত নাম। জীবদ্দশায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। তার হাতে তৈরি হওয়া অনেক সাংবাদিক সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি নিজেই
ছিলেন দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। কর্মজীবনে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক এ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপমি নারী শিক্ষার জন্য নিজ বাড়ীর পাশে দাখিল পর্যন্ত একটি বালিকা মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন।