আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে বজ্রপাতে পানচাষীসহ দুইজনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৪ মে ২০২৩ ০৬:০৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

টেকনাফে বজ্রপাতে এক পানচাষীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার স্থানীয় সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৪৭) ও বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ধইল্যা (১৮)। বুধবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বাহারছড়া ইউনিয়নে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয় এবং এসময় বজ্রপাতের এ ঘটনা ঘটে। এসময় ঝড়ো হাওয়ায় গাছপালা পড়ে যায়। জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও রহমত উল্লাহ নিজের পানের বরজ দেখভাল করতে যান। পান বরজে কাজ করা অবস্থায় ঝড় বৃষ্টির সময় বজ্রপাত পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। অপরদিকে, ধইল্যা সাগরে রেনু পোনা শিকারে গেলে আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে তার মৃত্যু ঘটে। টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মশিউর রহমান দুই জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান- একজনের শরীরে জখম থাকলেও রহমত উল্লাহর শরীরে কোন আঘাত দেখা যায়নি। তিনি ধারণা করছেন আশেপাশের বজ্রপাতে হলে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।