চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী জামিজুরী বৌদ্ধ পল্লীস্থ জামিজুরী সুমনাচার বিদর্শনারাম-এর প্রধান সহযোগী অংগ সংগঠন জামিজুরী বৌদ্ধ যুব সংঘ-র ৫০বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। ৩০ ডিসেম্বর (শুক্রবার) আনন্দময় উক্ত অনুষ্ঠানটি ভোর ৬টায় ধর্মীয় ও জাতীয় সংগীতের মাধ্যমে ধর্মীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামিজুরী সুমনাচার বিদর্শনারামের সম্মানিত অধ্যক্ষ শ্রীমৎ শীলরক্ষিত মহাস্থবির মহোদয়, সম্মানিত সভাপতি বাবু দীলিপ বড়ুয়া, সম্মানিত সাধারণ সম্পাদক বাবু শিক্ষক তুষার বড়ুয়া, জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সম্মানিত সভাপতি বাবু অরুন বড়ুয়া, সম্মানিত সাধারণ সম্পাদক বাবু আপ্যায়ন বড়ুয়াসহ সংঘের সদস্য বৃন্দ। দ্বিতীয় পর্বে জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সকল সদস্যের উপস্থিতিতে বিহার প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভা যাত্রা গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সদ্য প্রয়াত জামিজুরী বৌদ্ধ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জামিজুরী তথা দেশ ও জাতির গর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপনজ্যেতি বড়ুয়া এবং এযাবৎ কালের সকল মৃত মানুষের স্মরণে অষ্ট পরিষ্কার সহ মহতী সংঘদান মোগল টুলি শাক্যমণি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকা বংশ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জামিজুরী সুমনাচার বিদর্শনারামের সকল দায়ক-দায়িকাবৃন্দের ভোজন প্রক্রিয়া শেষে জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক বাবু প্রান্ত বড়ুয়ার সঞ্চালনায় এবং জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সম্মানিত সভাপতি বাবু অরুন বড়ুয়ার সভাপতিত্বে ৩য় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষু সংঘসহ জামিজুরী সুমনাচার বিদর্শনারামের সর্বোচ্চ প্রবীণ ও সম্মানিত ব্যাক্তিদের উত্তরীয় দিয়ে সম্মানিত করার মাধ্যমে উক্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির মহোদয়, স্বাগত বক্তব্য প্রদান করেন জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সম্মানিত সভাপতি বাবু অরুন বড়ুয়া ও জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু আপ্যায়ন বড়ুয়া। এতে আরো বক্তব্য প্রদান করেন জামিজুরী সুমনাচার বিদর্শনারাম এর সম্মানিত সভাপতি বাবু দীলিপ বড়ুয়া, সম্মানিত সাধারণ সম্পাদক বাবু শিক্ষক তুষার বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু মৃণাল কান্তি বড়ুয়া, জামিজুরী বৌদ্ধ যুব সংঘের সম্মানিত সিনিয়র সহ সভাপতি বাবু সঞ্চয়ন বড়ুয়া, সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাবু অভি বড়ুয়া সাবেক সিনিয়র সহ সভাপতি জাপান প্রবাসী প্রকৌশলী তাপস বড়ুয়া কর্তৃক পাঠানো বার্তা তাহার পক্ষ হয়ে পাঠ করে শোনান। সাংগঠনিক ব্যক্তিত্ব, পরোপকারী সমাজ হিতৈষী সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক জাপান প্রবাসী বাবু তন্ময় বড়ুয়া (তানু)'র পাঠানো বার্তা পাঠ করে শোনান তাহারই আদরের মেয়ে রিমঝিম বড়ুয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল নোমান বেগসহ প্রমুখ। আলোচনা সভার শেষ পর্যায়ে দেশ ও জাতি তথা জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে মঙ্গলাচারণের মাধ্যমে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। শেষ পর্বে রাত ৯ঘটিকায় জামিজুরী বৌদ্ধ যুব সংঘের উদ্যগে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।