চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় ৩২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে সোমবার (৩১ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দলের আমিরসহ আটক হওয়া সব নেতাকর্মীর মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ঝটিকা মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।