জামালখান ঝাউতলায় বাইতুল ফালাহ জামে মসজিদ এতিমখানায় অধ্যায়নরত এতিম ছেলেদের উপহার হিসেবে ঈদবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
আজ (১৭ এপ্রিল) সোমবার আছরের নামাজের পর নগরির জামালখানের ঝাউতলাস্থ বাইতুল ফালাহ জামে মসজিদের জালালিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকেএ ঈদ উপহার প্রদান করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন-"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দকে এতিম ও অসহায় শিশুদের মাঝে ভাগাভাগি করার জন্য স্বল্প উদ্যোগ। এতে সমাজের এতিম ছাত্রদের মুখে হাসি ফুটবে। এতিম ও অসহায় শিশুদের সাহায্যার্থে সমাজের সকল বিত্তবান লোকদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেকছাত্রনেতা পীরজাদা মো: মহরম হোসাইন, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ দেলোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, জালালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মৌলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মো: রফিকুল ইসলাম,
স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ শাকিল, কুতুবউদ্দিন রানা, মো: দিদার, ইফতেখার রিপন, মো: বেলাল, বিজয় দাস, মো: জনি, মো:আভি, মো:ইমরান, মো: রায়হান, রিংকু চার্লসসহ প্রমুখ।