আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১
পটিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী অনুষ্ঠানে আবু রায়হান

জাতিসংঘের সম্মেলনে বঙ্গবন্ধুর সেই ভাষণ আজকের উন্নত বাংলাদেশ গঠনের মূল পাথেয়

গিয়াস উদ্দিন, পটিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ ০৬:১৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা অতিরিক্ত প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু রায়হান দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল।

প্রধান অতিথির বক্তত্বে আবু রায়হান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ২৯তম সাধারণ সম্মেলনের বক্তব্যে দারিদ্র, ক্ষুধা, যুদ্ধ ও মানুষের দুঃখ-দুর্দশা দূরীকরণ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যে দিক নির্দেশনা প্রদান করেছিলেন সেটিই আমাদের আজকের উন্নত বাংলাদেশ গঠনের মূল পাথেয়। 

তিনি আরো বলেন, জাতির পিতার এ দূরদর্শী চিন্তাকে অনুসরণ করেই তা বাস্তবায়নের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার ১০টি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে স্বপ্নের সোঁনার বাংলা বিনির্মাণে সফলভাবে গুরুত্ব দিচ্ছেন। যার সুফল আজ আমরা পাচ্ছি জাতীয় জীবনের সর্বস্তরে।

কর্মশালায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের উপর আলোকপাত করে উদ্যোগসমূহ বাস্তবায়নে বাংলাদেশের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়াও তিনি সরকারের সকল দপ্তর ও বিভাগসমূহের প্রতিনিধিগণকে উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।