আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

চমেক হাসপাতালে সেবার মান নিয়ে গণশুনানি করতে চায় দুদক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ ১২:২৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে আবারও গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উপলক্ষে হাসপাতালে বসানো হচ্ছে অভিযোগ বক্স।

বেশ কয়েকবছর গণশুনানি বন্ধ থাকলেও এবার তা নিয়মিত করতে চায় দুদক। এতে হাসপাতালে সেবার মান বাড়ার পাশাপাশি রোগী ভোগান্তি কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

দুদক সূত্রে জানা যায়, আগামী ৩ আগস্ট চমেকের শাহ বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই গণশুনানি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে হাসপাতালের বিভিন্ন স্থানে বসানো হচ্ছে অভিযোগ বক্স। হাসপাতালের মূল ফটক ছাড়াও আরো বেশ কয়েকটি স্থানে এ অভিযোগ বক্স স্থাপন করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমু সাদাত বলেন, চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি-হয়রানি, অনিয়ম-দুর্নীতির তথ্য গ্রহীতারা লিখিতভাবে জমা দিতে পারবেন। এছাড়া গণশুনানির দিন উপস্থিত হয়েও সেবা গ্রহীতারা সরাসরি অভিযোগ করতে পারবেন।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়