চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র ৯ম বার্ষিক সাধারণ সভা’২০২২ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় বঙ্গবন্ধু হল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সভার প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম ও মোঃ ইদ্রিসের সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বার্ষিক ২০২১-২২ এর প্রতিবেদন পাঠ এবং অর্থ সম্পাদক মোঃ জাহেদুল আলম বার্ষিক আয়-ব্যয় এর হিসাব বিবরণী উপস্থাপন করিলে সাধারণ সদস্যদের সমর্থনে পাশ হয়। দ্বিতীয় অধিবেশনে উপদেষ্টা পরিষদের প্রধান, সাবেক সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে ট্রাস্টি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে ট্রাস্টি চেয়ারম্যান ও সাবেক সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর নতুন কমিটি গঠনকল্পে সভাপতি/ সাধারণ সম্পাদক পদে নির্বাচনে নাকি সিলেকশনে প্রস্তাব করিলে পৃষ্টপোষক সদস্য ও আজীবন সদস্যগণ সিলেকশনের পক্ষে হ্যাঁ জোরালো ভাবে বলিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণরায় আবু তাহের চৌধুরীকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাকসুদুর রহমানের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি অভিক ওসমান, প্রফেসর মীর কাশেম ও এডভোকেট হামিদুর রসিদ প্রমুখ।