আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৭ জুন ২০২২ ১২:২৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে  স্বপ্নযাত্রী ফাউন্ডেশন বাংলাদেশ (একটি মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন) চন্দনাইশ শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ২৪ জুন উপজেলার বরকলের একটি কমিউনিটি সেন্টারে মোঃ জাফর সাদেক ও আবিদ বিন হারুনের যৌথ সঞ্চালনায় সভায়  সভাপতিত্ব করেন সাজ্জাদ হোসেন।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামীলীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল‍্যাণ উপ-কমিটির সদস‍্য আলহাজ্ব আবদুল কৈয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফরিদ,ইফসা'র সহকারি পরিচালক ও হেড অব রোহিঙ্গা টিম শহীদুল ইসলাম মিয়াজি, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, মঈনুদ্দিন রোপন, ব‍্যাংকার মোঃ মহিউদ্দিন রাকেছ, জাহেদুল আলম, জীবন মাহমুদ, মোঃ হানিফ, আব্দুল কাদের, ইমতিয়াজ কফিল, শ্রীধাম মল্লিক প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন এলাকার  ব্যাক্তিবর্গ, বুদ্ধিজীবি,সাংবাদিক, লেখক, গবেষক ও বহু সামাজিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।  এতে আরো উপস্থিত ছিলেন  গাউছিয়া কমিটি বাংলাদেশ, শিখর, আলোকিত চন্দনাইশ,দোহাজারী ব্লাড ব্যাংক এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গুণীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।