আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৫:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাতবাড়িয়া এলাকায় হত-দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।  ৫ জুন (রবিবার) সকালে বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়।  অনুষ্টানে সভাপতিত্ব করেন পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ওয়াহেদ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী। এসময় আরো উপস্থিত ছিলেন খানদীঘি উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মো.নাজিম উদ্দীন, সদস্য মাওলানা কামাল উদ্দিন, সুজিত ঘোষ, বিকাশ চন্দ্র দে, রকিবুল হাসান হিমু ও মো ইদ্রিস প্রমূখ। এ সময় শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ শাখাওয়াত হোসেন শিবলী বলেন, বিগত ২০১৪ সাল থেকে মানবসেবার ব্রত নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল মানবতার সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ হতে অস্বচ্ছল দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। সমাজের অবহেলিত পিছিয়ে থাকা দরিদ্র পীড়িত জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে বরাবরের মত শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।