আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : বুধবার ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ০৬:৫৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশ থানায় ৪নং বরকল বিটে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি স্লোগানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ( বুধবার) সকালে বরকল ইউনিয়নের সুচিয়ার গ্রিন ভিউ কনভেশন হল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম বলেন, যার টাকা নেই, তার মেধা আছে। আর মেধার যাকাত হচ্ছে সৎ বুদ্ধি ও পরামর্শ দেওয়া। তিনি বিশেষ করে গরু চুরির ক্ষেত্রে অঘোষিত জিরো টলারেন্স ঘোষণা করতে গিয়ে আরোও বলেন গরু চুরি করে সামান্য জেল হলেও প্রয়োজনে মূল পরিকল্পনাকারী, চুরি বাস্তবায়নকারী ও সহযোগিতাকারীদের বের করার জন্য রিমান্ড আবেদন করা হবে। তিনি গরুর পরিসংখ্যান, খামারি ও ব্যক্তিগত গরু পালনকারিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখতে বলেন। রাতের বেলা গরুর গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তিনি দারোয়ানদের মাঝে টর্চ লাইট, বেল্ড, লার্টি, বাশি ও হ্যান্ড মাইক বিতরণ করেন। অনুষ্ঠানে চার নম্বর বরকল ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে এস আই হিরোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম আনোয়ারা সার্কেল, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে কাঞ্চনাবাদের মো. আব্দুল শুক্কুর, জোয়ারার আমিন আহমেদ চৌধুরী, বরমার খোরশেদ আলম (টিটু), বৈলতলীর এস এম সায়েম, সাতবাড়িয়ার আহমদুর রহমান ভেট্টা, হাশিমপুরের মো. খোরশেদ বিন ইছহাক এবং ধোপাছড়ির আব্দুল আলীম ও দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক মনছুর আলী ফয়সাল প্রমুখ।