আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে এসএসএস'র উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান ও গবাদিপশু-হাঁস-মুরগির চিকিৎসা সেবা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার ( ২৯শে সেপ্টেম্বর ) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের মোজাহের পাড়া এলাকায় সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) চন্দনাইশ শাখা'র বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক গবাদিপশু-হাঁস মুরগি ও বিভিন্ন রোগের রোগীদের মাঝে সকাল ৮টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত এ ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ডা.মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোশারফ হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক শাহীন আলম, মাঠ কর্মকর্তা আজিজুল খান, আতিকুর রহমান, সুমন চাকমা, মো.ইদ্রিস আলী প্রমুখ। এসময় সংস্থার কর্মকর্তারা বলেন, দেশব্যাপী এই সংস্থার উদ্যোগে যে সকল উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী রয়েছে সেখানে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ ও গবাদিপশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ, চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়।