আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে তাজেদারে সুন্নী কনফারেন্সে সহস্র নবী প্রেমিকের ঢল

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১২ মার্চ ২০২২ ০৬:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ্ (র:) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে পবিত্র ঈদ-এ-মিল্লাদুনবী (দ:) ও তাজেদারে সুন্নী কনফারেন্স অনুষ্টিত হয়েছে।   ১২ মার্চ সকাল হতে পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের তালুকদার পাড়াস্হ চট্টগ্রাম জেলা  জেলা নাজির জামাল উদ্দিনের ব‍্যবস্হাপনায়  তালুকদার বাড়ী সংলগ্ন মাঠে এই ঈদ-এ-মিলাদুন্নবী( দ:) মাহফিল ও সুন্নী কনফারেন্স অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের জেলা নাজির মো.জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা  উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, উপজেলা  আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, সহকারী কমিশনার ভূমি গালিব চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌরসভা প্যানেল মেয়র আবু তৈয়ব। এতে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করবেন আন্তজার্তিক বক্তা ও সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্বতাহেরি। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব মাওলানা আবদুল হাকিম, মাওলানা ক্বারি তারেক আবেদীন,মাওলানা সোহেল উদ্দিন আনছারী,হাফেজ মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক। এ সভয় বক্তারা বলেন,মহান আল্লাহতালা নবী করীম (দ.) এর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (দ.) অগ্রদূত হিসেবে কাজ করেছেন।