আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০২:৫৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌরসভা বিএনপির উদ্যোগে  বর্ণাঢ্য র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১১নভেম্বর) সকালে চন্দনাইশ পৌর সদর মোড় থেকে চন্দনাইশ থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল র‌্যালি উপজেলা পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর সদরে এসে শেষ হয়।

 

 

র‌্যালী শেষে সমাবেশে পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরীর সঞ্চালনায় পৌর বিএনপির  আহবায়ক মাহমুদুর রহমান মাহাদু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এ টি এম মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। 

 

 

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গনি বাবু, শহিদুল ইসলাম মিজান, আলমগীরুল ইসলাম, আকতার হোসেন, মোরশেদুল আলম, বিএনপি নেতা নাছির শিকদার, মোঃ আবদুর রহিম,  মুন্সি মিয়া সওদাগর,  আবু ছাদেক মোঃ শিবলু, আকতার হোসেন, সোলাইমান,  খন্দকার মাসুদ, মোহ ফারুক, নাজিম সওদাগর, বেলাল মেম্বার, সেলিম মেম্বার, পারভেজ আলম, মোঃ কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,  যুবদল নেতা, নোমান শিবলী,  কায়সারুল হাসান সোহেল, মোঃ ইলিয়াস, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরজু প্রমুখ।  

 

 

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। আওয়ামী শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। যারা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের জেল জুলুমের শিকার হয়েছে তাদের তালিকা করতে হবে। দলের সুসময়ে হঠাৎ করে কেউ যেন প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেইদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।