আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে গরু চুরির জন্য বিখ্যাত হতে যাচ্ছে- এলাকাবাসী

মোঃ আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : রবিবার ৮ জানুয়ারী ২০২৩ ০৭:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী কলার বাড়ি এলাকায় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন গরুর মালিক। গত ৭ জানুয়ারি গভীর রাতে দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী কলার বাড়ি’র হারুনুর রশিদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১টি গাভী ১লক্ষ টাকা, ২টি ষাড় ২ লক্ষ ৩০ হাজার পার্শ্ববর্তী গিয়াস উদ্দিনের ১টি গাভী ১লক্ষ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী জানান প্রতিনিয়ত চন্দনাইশের বিভিন্ন জায়গায় গরু চুরির খবর পাওয়া গেলেও দৃশ্যমান চুর ধরা না পরায় দিন দিন চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে গরু চুরি হতে থাকলে একসময় চন্দনাইশকে গরু চোরের স্বর্গরাজ্য হিসেবে বিখ্যাত হবে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, তিনি বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে প্রধান সড়ক থেকে অনেক ভিতরে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি তদন্ত করে দেখছেন বলে জানান। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেননি বলেও জানিয়েছেন তিনি।