আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ ০৮:৪২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে চেম্বার আদালত। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রিয়াজ উদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম।

 

এর আগে গত ২০ ডিসেম্বর এক শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় প্রার্থিতা ফেরত চেয়ে চট্রগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর রিট খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

গত ৩ ডিসেম্বর এক শতাংশ ভোটারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে যাচাই বাছাই কার্যক্রমে নির্বাচন কমিশনও একই সিদ্ধান্ত বহাল রাখে। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দাখিল করেন স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী।