আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য হলেন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল কৈয়ুম চৌধুরী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : সোমবার ৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪০:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত নব-নির্বাচিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চন্দনাইশের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কৈয়ূম চৌধুরী। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ছিলেন। এদিকে কেন্দ্র থেকে আসা এ ঘোষণা জানতে পেরে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং একইসাথে পার্টির শীর্ষ নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আবদুল কৈয়ুম চৌধুরী। এসময় তিনি আরো বলেন,আমাকে কার্যকরী কমিটির সদস্যপদ দেওয়ায় আমি আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট  সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জানা যায়, কিশোর বয়স থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন আব্দুল কৈয়ুম চৌধুরী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় উঠে আসেন তরুণ এই নেতা। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আবাসন ও পর্যটনশিল্পে। আবাসন ব্যবসায়ীদের একমাত্র সংগঠন রিহ্যাব এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রামের চ‍্যাপ্টারের চেয়ারম্যান ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাষ্টি চেয়ারম্যান, কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েসনসহ অসংখ্য ব‍্যবসায়ী ও সামাজিক সংগঠনর দায়িত্ব পালন করছেন এই তরুণ রাজনৈতিক ব‍্যক্তিত্ব।