আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভুট্টো, সম্পাদক রিয়াজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জুলাই ২০২৩ ০৯:৪৩:০০ অপরাহ্ন | রাজনীতি

এরশাদুল হক নিজামী ভুট্টোকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাসির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০০৩ সালে সর্বশেষ এখানকার অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। এরপর ২০১৩ সালে ত্রি-বার্ষিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত হয়নি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্সে ও উন্নত দেশে একইভাবে একই নিয়মে নির্বাচন হয়। আমেরিকায় যখন নির্বাচন হয় তখন রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছিল? ট্রাম্প কি পদত্যাগ করেছিল? রাষ্ট্রপতি বাইডেন কি পদত্যাগ করেছিল? তাহলে আমরা কোন দোষ করলাম? পাশের দেশ ভারতে মোদী কি পদত্যাগ করবে? তিনিতো প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন বিধিবিধান অনুযায়ী থাকবে এবং নির্বাচন পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া মাগুরায় যে স্টাইলে নির্বাচন করেছিল, সেই স্টাইলে নির্বাচন করতে চাইছেন ফখরুল সাহেবরা। ওই নির্বাচন এই দেশে হবে না।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি এরশাদুল হক নিজামী ভুট্টো বলেন, ‘সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হবে।’