আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ২৪ জুলাই ২০২৩ ০২:৪৩:০০ অপরাহ্ন | রাজনীতি

চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

 

সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।  

 

মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন বাদী হয়ে দায়ের করা মামলার বিবাদীরা হলেন- মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোভেল, ওমর খৈয়াম তৈয়ব, গোবিন্দ দাশ, মো. তুষার ও ব্ল্যাক হৃদয়। এছাড়া মামলাটিতে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে বিবাদী করা হয়েছে।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান আলী। তিনি বলেন, মামলায় বিবাদীদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৩, ১৪৮, ১৪৯, ৪৪৮, ৩২৩, ৩৮০, ৪৩৫, ৪২৭, ৩৪ এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩ ধারার অপরাধ উল্লেখ করা হয়েছে।

 

এর আগে গত ১৯ জুলাই নগরের লালখানবাজার এলাকায় পদযাত্রা কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা করে। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ঘটনার পরপরই খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। এরপর তারা মিছিল নিয়ে মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে হামলা করে। এসময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়। এরপর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

 

এসব ঘটনার পর ২০ জুলাই নৌকার কার্যালয়ে হামলার অভিযোগে নগরের খুলশী থানায় দুটি মামলা হয়। এরমধ্যে আরিফুল ইসলাম নামে আওয়ামী লীগের একজন বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয় অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানার এসআই মো. শাহেদ বাদী হয়ে ৪৪ জনের নামে আলাদা মামলা দায়ের করে। দুটি মামলায় ঘটনার পরপর আটক ২৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তারা সবাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

 

তবে ওইসময় বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে দলটির নেতাকর্মীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করতে গেলেও তাদেরটি গ্রহণ করেননি পুলিশ। এরপর আজ (সোমবার) তারা আদালতে মামলা দায়ের করে।