আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৩ অগাস্ট ২০২২ ১১:১১:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে স্থিতিশীল করোনা সংক্রমণ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমে ২ দশমিক ৬৩ শতাংশে নেমেছে।

শনিবার (১৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় মাত্র ৭৬টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ দিন চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তরা মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৬০ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯ হাজার ৭৮২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৭৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়