আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়া-লামা-আলীকদম সড়কে জীপ-বাস চালকদের উপর সিএনজি শ্রমিক-মালিকের হামলা : আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ২৩ অগাস্ট ২০২৪ ০৯:৫৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, রেজি: নং ৭২৬ এর অন্তর্ভুক্ত চকরিয়া-লামা-আলীকদম সড়কে জীপ-বাস ও হাইয়েস গাড়ির অন্তত ১০ জন চালক (শ্রমিক) কে দফায় দফায় হামলা চালিয়েছে দেশিয় তৈরি ধারালো  অস্ত্রসজ্জিত সিএনজির মালিক-শ্রমিকরা। এসময় তারা বেদড়ক মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা চালকেরা জানান, হামলাকারীদের মধ্যে লামার সিএনজি মাহিন্দ্রর সভাপতি নবী হোসেন, সেক্রেটারী ওয়াহাব মিয়া, খালেক সর্দারের পুত্র সৌরভ ড্রাইভার, লামার মৃত আলী মিয়ার ছেলে মুবিন, মৃত তাজুল ইসলামের পুত্র মিলন, সিএনজির সাবেক সভাপতি ফারুককে চিনতে পেরেছেন।

শ্রমিকদের ওপর হামলার ঘটনা নিয়ে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনা রয়েছে বলেও দাবী করেছেন পরিবহন মালিক- শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

শুক্রবার বিকেলে ও সন্ধ্যার পরে লামা-আলীকদম সড়কের লাইনঝিরি ও বেলালের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

 

হামলার শিকার আহত শ্রমিকরা হলেন, হাইয়েস গাড়ি চালক ফরিদ (৫০), জীপগাড়ি চালক এনামূল হক (৩০), জীপগাড়ি চালক জাহাঙ্গীর (৩২), জীপগাড়ি চালক নুরুল আবচার (৩৭), জীপগাড়ি চালক রাসেল (২৮), জীপগাড়ি চালক খোকন (৩৫), জীপগাড়ি চালক জয়নাল আবেদীন (৫৮) ও জীপগাড়ি চালক আবদুর রশিদ (২৬)। এছাড়াও অন্যান্য অপর আহতদের তাৎক্ষণিক ভাবে নাম পাওয়া যায়নি। 

 

 

অভিযোগে জানাগেছে, চকরিয়া-লামা-আলীকদম সড়কে জীপগাড়ি, হাইয়েস ও  বাসগাড়ির শ্রমিকদের অতর্কিত ভাবে শুক্রবার বিকেলে ও সন্ধ্যার পরে লামা লাইনঝিরি এবং বেলালের দোকানের সমানে বেশকিছু সিএনজি চালক ও ১০-১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করা হয়। 

 

শুক্রবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত  অন্তত ২০জন শ্রমিককে বেদড়ক মারধর করে আহত করা হয়েছে বলে দাবী করেছেন চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সাধারণ সম্পাদক মো: রফিক উদ্দিন।  শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে আহতের ঘটনাটি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি অবহিত করা হয়েছে বলে তিনি জানান।