আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

চকরিয়ায় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত আশ্রয় কেন্দ্র

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৪ অক্টোবর ২০২২ ০৫:২০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আবহাওয়া অধিদপ্তরের ঘোষিত ৬ নম্বর সংকেতের আওতায় রয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা। সোমবার সকাল থেকে উপজেলায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বাতাসের গতিবেগ। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯৬ টি আশ্রয়কেন্দ্রসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা রয়েছে।  উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ইতিমধ্যে উপজেলার ১৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় প্রশাসনের নির্দেশনা মতে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় বদরখালী, ডেমুশিয়া ও কোনাখালী, খুটাখালী, ডুলাহাজারা, চিরিংগা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন থেকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ইতিমধ্যে ৯৬টি আশ্রয়ণকেন্দ্র, ৭০টি ভলান্টিয়ার টিম তথা ১৪০০ জন সিপিপি সদস্য, ১৮ ইউনিয়নে ১৮টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ইউনিট ও ডুবুরী দল, পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এবং জনস্বাস্থ্য থেকে বিশুদ্ধ পানীয়জলের জন্য ঔষধ প্রস্তুত রাখা হয়েছে বলে সূত্রে জানান। ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সিত্রাং মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে মজুত রাখা হয়েছে শুকনা খাবার। এছাড়াও আশ্রয়কেন্দ্রে যারা আসবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের একটি টিমসহ ১৮ ইউনিয়নের জন্য ১৮টি চিকিৎসক টিম রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি জানান।