আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় রেললাইনে ট্রেনের কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : রবিবার ১৪ জানুয়ারী ২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬২) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।

 

রবিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ট্রেনে কাটা পড়া নিহত বাকপ্রতিবন্ধী শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

 

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, রবিবার ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হেঁটেছিল বাকপ্রতিবন্ধী শাহ আলম। ওই সময় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়। এ ঘটনায় তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেয়। শাহ আলম পেশায় কাঠমিস্ত্রী ছিল।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

 

উল্লেখ্য, এরই আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে ফেরার পথে রেলের ধাক্কায় রামুতে এক বৃদ্ধ নিহত হন। এর পাঁচ দিন পর ঈদগাঁওর ইসলামপুরে রেলের ইঞ্জিনের কাটা পড়ে মারা যান এক কৃষক। তিনি রেললাইনে ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়।