কক্সবাজারের চকরিয়ায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ নেজাম উদ্দিন (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি নেজাম উদ্দিন ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যার দিকে চকরিয়া থানা পুলিশের একটি টিম
ডুলাহাজারা ইউনিয়নে অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান পরিচালনা করা কালীন ডুলাহাজারা ডুমখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নেজাম উদ্দিন নামে এক আসামির কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করেন পুলিশ। ধৃত আসামির বিরুদ্ধে থানায় পূর্বে থেকে মামলা রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এনিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।