আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

চকরিয়ায় কৃষি বিভাগে ৭০% ভূর্তকিতে কৃষকদের মাঝে ধান রোপন যন্ত্র বিতরণ

এম.মনছুর আলম,চকরিয়া : | প্রকাশের সময় : সোমবার ১২ ডিসেম্বর ২০২২ ০৮:৩৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পেরের আওতায় কৃষি বিভাগ কর্তৃক ৭০% ভূর্তকিতে কৃষকদের মাঝে ধান রোপন যন্ত্র (রাইচ ট্রান্সপ্লান্টার) বিতরণ করা হয়েছে। সোমবার (১২ডিসেম্বর) বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রকল্পের আওতায় ডুলাহাজারা ইউনিয়নের এক কৃষকের মাঝে ধান রোপনের এ যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) রাজিব দেব জানান, বর্তমান সময়ে কৃষিতে দিন দিন বেড়ে চলেছে নানা ধরণের প্রযুক্তির ব্যবহার। ইতিমধ্যে ধান রোপন কাজে প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে রাইচ ট্রান্সপ্লান্টার। ধান রোপনের এ যন্ত্রটি সময় ও অর্থ বাঁচাতে কৃষি কাজে বিরাট সহায়ক ভুমিকা রাখবে। রাইচ ট্রান্সপ্লান্টার ব্যবহারের কারণে কৃষকের সময় কম লাগে,খরচের ক্ষেত্রে খুবই সাশ্রয় হয়। এছাড়াও ফলন বেশি হয়, ফসলের মাঠে রোগা হয়না এবং পোকার আক্রমন কম হয়। তাই ধান রোপন কাজে এ যন্ত্র ব্যবহারের কোনো বিকল্প নেই বলে তিনি জানান। ধান রোপন যন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, মো: রাশেদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) রাজিব দেব, সাংবাদিকসহ কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।##