আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
খোলা আকাশের নীচে মানবেতর জীবন

চকরিয়ায় অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এম.মনছুর আলম, চকরিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ ০৭:১৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে চারটি ঘরের অন্তত ত্রিশ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রে জানায়। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম পুকপুকুরিয়া গ্রামে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার সকালের দিকে বদরখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকায় আকস্মিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসত ঘরে আগুন লাগে। এতে আবদুল কাদের, সোহেল, ইয়াছিন ও এরশাদের পাশাপাশি ৪টি ঘরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর দিকে ছড়িয়ে পড়ে বাড়ি গুলো পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও তারা কোনো ধরণের জিনিসপত্র ওইসব বসতঘর থেকে বের করতে পারেনি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওইসব পরিবারের প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে। চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় এলাকার লোকজন জানিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত ধারণা করা সম্ভব নয়। এদিকে, অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ইউপি চেয়ারম্যান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান কাছে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনার সংবাদটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা আমাকে অবহিত করেন। ক্ষতিগ্রস্থ চার পরিবারের জন্য প্রশাসনের পক্ষথেকে প্রাথমিক ভাবে ১৮টি কম্বল ও পরিধানের জন্য ৬ কার্টন বস্ত্র তুলে দেয়া হয়। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে প্রদান করা হবে বলে তিনি জানান।##