আগামী ৭ জুলাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনকোলজি এবং হেমাটোলজি ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন করতে যাচ্ছে। এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্দেশ্য যেহেতু হাসপাতালে ক্যান্সার ইনস্টিটিউটের কাজ চলছে এবং আগামী বছর পহেলা জুলাই থেকে পূর্ণাঙ্গ ভাবে ক্যান্সার ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়ে যাবে। তাই পুরো ইনস্টিটিউট চালানো এবং তত্ত্বাবধানের জন্য এই বৈজ্ঞানিক সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে পুরো চট্টগ্রাম বাসী ক্যান্সার চিকিৎসার জন্য আর চট্টগ্রামের বাহিরে যেতে হবে না। ক্যান্সার ইনস্টিটিউট ১০০ শয্যা বিশিষ্ট এবং প্রায় ৫৫০০০ বর্গফুট আয়তনের। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০০ এর বেশি ক্যান্সারের রোগীকে চিকিৎসা সেবা দিয়ে এসছে। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসাই নয় ক্যান্সার রিসার্চ নিয়েও কাজ করছে ।
গত ২০২১ সালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগে মোট আউটডোর রোগীর সংখ্যা ছিলো ১৫৩৬ জন। ভর্তি রোগী ছিলো ৫৪৬ জন এবং কেমোথেরাপি পেয়েছে মোট ১৪৮৬ জন।
হেমোটোলজি বিভাগে মোট আউটডোর রোগী ছিলো ২০৯৮ জন, ভর্তি রোগী ছিলো ২৫০ জন এবং ডে কেয়ার সার্ভিস পেয়েছে ১৩৪৫ জন। ইনস্টিটিউটে রেডিওথেরাপি, কেমথেরাপি, প্যালিয়েটিভ কেয়ার, পেডিয়াট্রিক অনকোলজি, হেমাটোলজি, অ্যাডাল্ট অনকোলজি সহ সকল বিভাগ বর্তমান থাকবে, এবং তার সাথে নিউক্লিয়ার মেডিসিন এর সবকিছু থাকবে এবং সেই সাথে নিউক্লিয়ার মেডিসিন ইনভেস্টিগেশনের সবকিছু থাকবে। দুটি রেডিওথেরাপি মেশিন বসানোর জন্য দুটি বাংকারের কাজ শেষ পর্যায়ে। এই পুরো প্রজেক্টটি করতে ১২০ কোটি টাকা খরচ হবে। ১২০ কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রামবাসীর সহায়তা ও সহযোগিতা কামনা করন। ইতিমধ্যে ক্যান্সার ইনস্টিটিউটের জন্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মন্ত্রী (ভূমি মন্ত্রণালয়) ইউসিবি ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা দিয়েছেন এবং ক্যান্সার ইনস্টিটিউটের প্রকল্প করার জন্য যে জায়গা প্রয়োজন তা তিনি মাননীয় প্রধানমন্ত্রী থেকে ব্যবস্থা করে দিয়েছেন। ক্যান্সার বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সাবেক লায়ন গভর্নর রূপম কিশোর বড়ুয়া এবং ভি আই পি টাওয়ারের সত্ত্বাধিকারী আবুল হোসেন এই প্রকল্পে এক কোটি টাকা করে আনুদান দিয়েছেন। এভাবে চট্টগ্রামের আরো অনেক মহৎ প্রাণ ব্যক্তি ক্যান্সার ইনস্টিটিউটের জন্য অর্থ সহায়তা দিয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম মোরশেদ হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রফেসর এমএ তাহের খান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেমটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামিরা তৌফিক রেশমা, অনেকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান ও কার্যনিবাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।
এই ক্যান্সার হাসপাতাল পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।