আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত হাসেম বাঁচতে চান, চাচ্ছেন সবার সহযোগিতা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ মার্চ ২০২৪ ০৫:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাছিয়াপাড় বেড়িবাঁধের নিচে ভুমিহীন ভাবে বসবাস করছেন মোঃ হাশেম, এক সময় নদী ভাঙনে দিশেহারা হয়ে সরকারি বেড়িবাঁধের নিচে ঝুপড়ি ঘর করে পরিবার পরিজন স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে কোনমতে জীবন যাপন করছেন মোঃ হাশেম( ৪২), পেশায় ছিলেন ট্রলির ড্রাইভার, গত ১ বছর যাবৎ তার শরীরে বাসা বেধেছে মরণব্যাধি ফুসফুস  ক্যানসার, ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামের অনেক হাসপাতালে ঘুড়ছেন তিনি, নিজের কিছু সামান্য সঞ্চয় ও ট্রলি বিক্রি করে কিছুটা চিকিৎসা করিয়াছেন, তাতে কোন সমস্যা সমাধান হয়নি, ডাক্তারেরা জানিয়েছেন তার ফুসফুস  ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়েজন ৮ লক্ষ টাকা, এ টাকা হাশেমের পক্ষে বহনকরা সম্ভব নয়, গতকাল হাশেমের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী ও ছেলে রনি(১৫) জনি( ১০) ও মেয়ে রিয়া (৬) এর আহাজারি তারা তার পিতাকে বাঁচাতে সমাজের বিত্তবানের সহযোগিতা কামনা করছেন। হাশেমকে সহযোগিতার জন্য প্রয়েজনে 01766137994 যোগাযোগ 

মেহেদী হাসান