তাদের অনেকেই এতিম, দুঃস্থ ও অসহায়। আবার অনেকের বাবা-মা থাকলেও কাছে নেই। এই শিশুদের অনেকেরই বয়স ১৫ বছর পার হয়নি, কিন্তু তার আগেই কোরআনের হাফেজ হয়ে গেছে অনেকেই৷ শুক্রবার সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ড ভূইয়া পাড়াস্থ তাহফিজুল কোরআন মাদরাসার এই শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেছিল '০২০৪ সীতাকুণ্ড'। এতে প্রায় দেড়শ’ রোজাদার অংশগ্রহণ করে। এই শিশুদের কোরআনের পাখি হিসেবে আখ্যা দিয়ে মাদরাসার শিক্ষক মাওলানা ইলিয়াছ বলেন, আমরা খুব ছোট পরিসরে মাত্র কয়েকজন ছাত্র দিয়ে শুরু করে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসেছি৷ ০২০৪ সীতাকুণ্ডের বন্ধুরা আজকের ইফতার আয়োজন করে এতিম ও অসহায় হাফেজদের তৃপ্তির সহিত মনে যে আনন্দ দিয়েছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনাদের এ বন্ধন অটুট থাকে আজীবন৷ পরিশেষে তিনি নির্মাণাধীন মসজিদের জন্য সকলের সহযোগিতা কামনা করে মোনাজাত করেন৷ এ সময় তিনি ইফতার আয়োজনের উদ্যোক্তা ও তাদের সহযোগিদের জন্য দোয়া করেন। পরে ০২০৪ সীতাকুণ্ডের বন্ধু আখতার হোসেন এলিট ইফতার আয়োজনে যে সকল বন্ধু অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের মঙ্গল কামনা করে কোনো ভুল-ত্রুটি হলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এ সময় ০২০৪ সীতাকুণ্ডেের বন্ধু সেলিম, সাফায়েত, নাঈম, সাহাব উদ্দীন,. মাসুদ, ইঞ্জিনিয়ার শাহদাত, জাফর ইকবাল, সোহাগ, রফিক, সুমন, মোহাম্মদ আলী, করিম, রতন, সোহেল তৈয়ব, শাহিন, জয়নাল, রহিম উদ্দীন, ইলিয়াস ভূঁইয়া, নিজাম রনি, নয়ন, রাসেল আরাফাত, পায়েল, মোমিন, মামুম, তৈয়ব ও এলিট উপস্থিত ছিলেন।