আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

কোট সংস্কার আন্দোলনে নিহত মহেশখালীর তানভীরের পরিবারকে দেখতে গেলেন জেলা প্রশাসক-পুলিশ সুপার, দিলেন অর্থ সহযোগিতা

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ অগাস্ট ২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনে নিহত চট্টগ্রাম আশেকানে ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তানভীর ছিদ্দিকীর পরিবারকে দেখতে গেলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ১৫ই আগষ্ট দুপুর ১২ টায় চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেলা প্রশাসক শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুর রহমান। তাদের পরিবারের সদস্যদের সাথে আলাপ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ তানভীর ছিদ্দিকীর পিতা কৃষক বাদশাহ মিয়াকে আর্থিক সহযোগিতা করা হয়।

জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার পাশে থাকতে জেলা প্রশাসন সচেষ্ট। জেলা প্রশাসক আরো বলেন, ‘শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও নিহত ছাত্রজনতার পরিবারের পাশে দীর্ঘমেয়াদে থাকতে আমরা বদ্ধপরিকর।

জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, তানভীর ছিদ্দিকীর নবনির্মিত বাড়ির সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আমাদের পুলিশ-নৌ বাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। তারা নজর দারি রাখবে।

পরিদর্শন কালে উপস্থিত  ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মীকি মারমা, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসাইন, ওসি সুকান্ত চক্রবর্তী, ওসি তদন্ত তাজ উদ্দিন, নৌবাহিনীর পিটি অফিসার আব্দু রহমান নাজির সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন।