আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় ৫০ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২১ নভেম্বর ২০২১ ০৪:২৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশন কতৃর্ক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় গরীব ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীদের  শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। ১২ হাজার করে পঞ্চাশ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

২১ নভেম্বর (রবিবার)  দুপুর ১২ টায় চেক বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার।

সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা রজব আলী। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশন ঢাকা অফিস  প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা,ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম,ইউপি সদস্য ইমরুল ফারুক,কোস্ট ফাউন্ডেশন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আশেকুল ইসলাম,কর্মসূচি সমন্বয়কারী দিদারুল ইসলাম। এতে উত্তর ধূরুং ইউপি সদস্য, উত্তর ধূরুং ইউনিয়নে প্রবীণ কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।