আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাই হ্রদে বোটের ইঞ্জিন বিকল, ২০ পর্যটককে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ জুলাই ২০২২ ০৪:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ২০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) সকালে তাদের নিরাপদে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া পর্যটক মো. রাশেদ বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পরিবারসহ কাপ্তাইতে বেড়াতে আসি। দুপুরে ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে কাপ্তাই হতে রাঙ্গামাটি আসি। সেখানে বেড়ানো শেষে বোট যোগে ফের কাপ্তাই রওনা হই। কিন্তু হ্রদের মাঝামাঝি পৌঁছালে ঝড় শুরু হলে বোটের দিক পরিবর্তন হয়ে যায়। এক পর্যায়ে জ্বালানিও শেষ হয়ে যায়। আমাদের আশপাশে কোনো নৌকাও ছিল না। অন্ধকার হয়ে যাওয়ায় সবাই ভয় পেয়ে যাই।

তিনি আরও বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যে পুলিশের দুটি বোট এসে আমাদের উদ্ধার করেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, সন্ধ্যায় কন্ট্রোল রুমে ফোন আসে। কাপ্তাই হ্রদে পর্যটক আটকে পড়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক তাদের উদ্ধারে টিম পাঠাই। অন্ধকার হয়ে যাওয়ায় বোটটি খুঁজে পেতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তারপরও আমরা তাদের উদ্ধারে সক্ষম হই।