আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাই বিআরডিবির সমবায় লিমিটেড চেয়ারম্যানের মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড প্রাপ্তি

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১০ অগাস্ট ২০২২ ০৪:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ভারতের কলকাতাস্থ সাংস্কৃতিক সংগঠন শ্রুতিবৃত্ব ও বাংলাদেশের আলোকিত বাংলার মুখ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই বাংলার সম্প্রীতি উৎসব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হলেন রাঙ্গামাটির কাপ্তাই ইউসিসি লিঃ কেন্দ্রীয়  (বিআরডিবির)র, সমবায় লিমিটেডের  চেয়ারম্যান স্বপন বড়ুয়া। সম্প্রতি  কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদিকে তাঁর এই অর্জন তিনি কাপ্তাইয়ের জনসাধারণ ও সমবায়ীদের নিকট ভালবাসা ও আশীর্বাদ কামনা করেছেন এবং এ এ্যাওয়ার্ড টি তার প্রয়াত পিতা প্রধান শিক্ষক  মুকুন্দ বিকাশ বড়ুয়া ও  মাতা ইউপি সদস্য শ্রীমতি বিশাখা বড়ুয়া'র উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এছাড়া তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয় সমবায় পুরস্কার, ২০২২ সালে  মাদার থেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চট্রগাম বিভাগের প্রাক্তন পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।