রাঙামাটি কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১২আগষ্ট) সকাল ১১টায় প্রশান্তি পার্কে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে বিশ্ব হাতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান(ডিএফও)। প্রধান অতিথি ছিলেন অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকারণ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দু্ল লতিফ, সহকারী বনসংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা ও চিড়াই কাঠ ব্যবসায়ী সহ-সভাপতি লোকমান আহমেদ।এ সময় এলাকার সচেতন লোকজন, বনকর্মকর্তা, বনকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন হাতি আমাদের শত্রু নয় বন্ধু। এদের উত্ত্যক্ত না করে ভালবাসতে শিখি। তাহলে হাতি-মানুষের মধ্যে সংঘাত নিরসন হবে।