আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

নুর মোহাম্মদ বাবু , কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ১১:১০:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭  তম শাহাদাত বার্ষিকী এবং  জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে  জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এই মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,  কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী  সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্হিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। 

অনু্ষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। বক্তারা আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ পৃথিবির বুঁকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন।

 

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে ৪০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা মাঝে ঋণ বিতরণ করা হয়। 

 

এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এর নেতৃত্বে ইউপি সদস্যরা,  কাপ্তাই উপজেলা আওয়ামী পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত খোকন এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার নেতৃত্বে ক্রীড়া সংস্থার সদস্যরা, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।