আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

কাগজের কনটেইনারে মিললো সিগারেটের জাল স্ট্যাম্প

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১০:৪৮:০০ অপরাহ্ন | জাতীয়

চট্টগ্রাম বন্দরে একটি কাগজের কনটেইনার তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেটের জাল স্ট্যাম্প জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার হওয়া জাল স্ট্যাম্প আনুমানিক তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সিগারেটের প্যাকেটে লাগানো যেতো। এতে সরকার প্রায় ৯০ থেকে ১৪৩ কোটি টাকা রাজস্ব হারাতো বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রামের আন্দরকিল্লার আমদানিকারক প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ চীন থেকে এক কনটেইনার আর্ট পেপার অর্ডার দেয়। চালানটি বন্দরে পৌঁছালে ৯ ডিসেম্বর খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট আগ্রাবাদের মধুমতি অ্যাসোসিয়েটস লিমিটেড বিল অব এন্ট্রি দাখিল করেন। কিন্তু চালানটির বিষয়ে গোপন তথ্য থাকায় অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পণ্য চালানের বিল অব এন্ট্রিটি লক করে, যাতে কেউ খালাস নিতে না পারে।

 

আজ (মঙ্গলবার) চালানের কনটেইনার নামিয়ে কায়িক পরীক্ষা করে এআইআর টিম। এতে কনটেইনারের ২০টি প্যালেটের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে পাঁচটি প্যালেট দেখানো হয়। তবে প্রথম পাঁচটিতেই শুধু কাগজ পাওয়া যায়। এরপর সিঅ্যান্ডএফ এজেন্ট কায়িক পরীক্ষা শেষ করার অনুরোধ করে। তবে এআইআর টিম চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে দেখে। মোট ২০টি প্যালেট পরীক্ষা করে ২৪৬ প্যাকেটে (প্রতি প্যাকেটে ২৬০ বান্ডিল ও প্রতি বান্ডিলে ৫০০ পিস হিসাবে) ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস নিম্নস্তরের ১০ শলাকাবিশিষ্ট সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী হালকা খয়েরি রঙের জাল স্ট্যাম্প পাওয়া যায়।

 

চট্টগ্রাম কাস্টমস হাউজের এআইআর শাখার কর্মকর্তা সরফুদ্দিন আহমেদ বলেন, নিয়মানুযায়ী স্ট্যাম্প বা ব্যান্ডরোল দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ থেকে সংগ্রহ করতে হয়। এ জাতীয় পণ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কেনা অথবা বিদেশ থেকে আমদানি করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।