চট্টগ্রাম কর্ণফুলীর খুরশিদা আকতার (৩০) নামে এক গৃহবধূর হাত-পায়ের রগ কেটে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্বামী মো. ইয়াকুব (৪০) এর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ফকিরনীর হাটে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কর্ণফুলী ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. কফিল উদ্দিন, কালের কন্ঠ শুভ সংঘের সদস্য ও নারী নেত্রী শাহানাজ বেগম, গৃহবধূর চাচা মো. শফি, আবু তাহের, স্থানীয় বাসিন্দা মো.জয়নাল, আবছার,জানে আলম, মামুনুর রশীদ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘মানুষ কতটা অমানুষ হলে নির্মম অত্যাচার করে এই ধরনের ঘটনা করতে পারে। সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রেখে, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা। অভিযুক্ত মো. ইয়াকুব কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমিরপুর লিচুতলা গ্রামের বাসিন্দা মো.হোসেনের ছেলে। জানা যায়, দশ বছর আগে পাশের গ্রামের মোহাম্মদ এয়াকুবের সঙ্গে বিয়ে হয় খুরশিদা আকতারের। তাদের সংসারে সাত বছরের মো. মিসকাত নামের এক ছেলে ও কুককুম নামের পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। উল্লেখ, গত ২১ জানুয়ারি বাঁশখালীতে এক হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর প্রধান সড়কের পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো ছোরা দিয়ে দুই হাত ও এক পায়ের রগ কেটে দেন তার স্বামী। এ সময় তার চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তার স্বামীকে আটকে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় আহতের মা একটি মামলা করেছেন।