আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কর্ণফুলীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রীর একান্ত সচিব

জাহাঙ্গীর আলম | প্রকাশের সময় : বুধবার ৫ অক্টোবর ২০২২ ০৯:৫৮:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারার বৃহত্তম পূজা মন্ডপ পরিদর্শন করছেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা আনোয়ারা ও কর্ণফুলীর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম। বুধবার রাতে আনোয়ারা সদরের কঁচি কাঁচা সংঘের পূজা মন্ডপ ও কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক,কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব,আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, কলিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, মো. ছৈয়দ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুল আবছার তালুকদার,উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী বাবু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আলী আব্বাস, উপজেলা যুবলীগ নেতা এম.নজরুল ইসলাম,জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজা, চরলক্ষ্যার চেয়ারম্যান সোলাইমান তালুকদার, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ, ছাত্রলীগের আহ্বায়ক সাজিদ হোসেন সাজ্জাদসহ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। পরিদর্শনকালে রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আনোয়ারা ও কর্ণফুলীতে সব ধর্মের লোকের সহাবস্থান নিশ্চিত করে নির্বিগ্নে ধর্মীয় উৎসব পালনে আমাদের মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি।