চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১:৩০ টায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় হানিফ পরিবহণের (চট্ট মেট্রো র ১১-০০৬৯) বাসের সম্মুখ অংশ ধুমকে-মুচড়ে গেলেও মারাত্ম হতাহত থেকে রক্ষা পেয়েছে বাস যাত্রীরা। গতকাল বুধবার (৪ মে) কর্ণফুলী উপজেলার শিকলবাহাস্থ কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি প্রাইভেট কার সিএনজি অটো রিক্সার সাথে সংঘর্ষে লেগে থমকে দাঁড়ালে পিছন থেকে হানিফ পরিবহণটি (চট্ট মেট্রো র ১১-০০৬৯) ধাক্কায় প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১৩-৪১৮৯) এর পিছনে অংশ ও হানিফ পরিবহণের সামনের অংশ ধুমড়ে মুচকে যায়। এ বিষয়ে কথা হয় কর্ণফুলী থানার ডিউটি অফিসারের সাথে সাঙ্গু প্রতিনিধিকে জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টহলরত পুলিশ ছুটে যায়। তবে কাউকে গ্রেফতার করার সম্ভব হয়নি। গাড়ি দুটিকে জব্দ করা হয়। তিনি জানান, শহর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী হানিফ পরিবহনে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল তবে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যারা সামান্য আহত হয়েছে তাদের স্থানীয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।