আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : শনিবার ১৩ মে ২০২৩ ০৫:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ আমিনুর রহমান মনিরুল (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আমিনুর রহমান বাঁশখালী উপজেলার শেখেরখালী এলাকার আবুল কালামের ছেলে। সে পেশায় ফুল ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেল যোগে নিহত মনিরুল ও আহত খালাতো ভাই ইদ্রিস তাদের মামাতো ভাই করিমের নবজাতক কন্যাকে দেখতে চমেক হাসপাতালে যান। সেখান থেকে শনিবার সকালে বাড়ি আসার পথে ফকিরনীর হাট পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে বাইক থেকে দু'জনেই ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।পরে স্থানীয়দের সহযোগিতায় চমেক হাসপাতালে নিয়ে গিলে সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মনিরুলের মৃত্যু হয় এবং ইদ্রিস চিকিৎসাধীন রয়েছে।