আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার বিমানবন্দরের ফ্লাইট দুই দিন বন্ধ ঘোষণা

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : শনিবার ১৩ মে ২০২৩ ১২:০৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

ঘূর্ণিঝড় "মোখা"র আগাম প্রস্তুতি হিসেবে কক্সবাজার বিমানবন্দরের সকল ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিমানের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে দুই দিন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোঃ গোলাম মোর্তজা হোসেন। তিনি বলেন, আজ শনিবার ও  আগামীকাল রবিবার পর্যন্ত দুই দিন সকল ধরণের ফ্লাইট বন্ধ। কার্গো ফ্লাইটগুলো ঢাকা পাঠিয়ে দিয়েছি। প্রজেক্টের সকল কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা নিরাপদে অবস্থান গ্রহণ করবে। তিনি বলেন, চলমান প্রজেক্টের বিভিন্ন প্রকারের সরঞ্জাম সুরক্ষিত ও সব লোকজনকে এলার্ট করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম চলবে। উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর থেকে জারিকৃত ৮ নম্বর মহাবিপদ সংকেত কক্সবাজারে বলবৎ আছে। অধিকাংশ নিচু এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। মাছধরার ট্রলারগুলো কুলে নোঙ্গর করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্বেচ্ছাসেবক টিম মাঠে রয়েছে। এখনো পর্যন্ত কোথাও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার সকালে সামান্য বৃষ্টিপাত হয়েছিল। আকাশ মেঘাচ্ছন্ন।