কক্সবাজার বর্ধিত পৌরসভাসহ আশপাশের স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে "কক্সবাজার দোকান মালিক ফোরাম।" ব্যবসায়ীদের এই সংগঠনে পৌরসভার সাবেক কাউন্সিলর আবু জাফর সিদ্দিকী আহবায়ক, মোহাম্মদ মোস্তফা যুগ্ম-আহ্বায়ক এবং মাওলানা আব্দুল গফুরকে সদস্য সচিব করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে রয়েছেন, পূর্ব বাজার ঘাটার আলী আহমদ, এ ছালাম মার্কেটের শেখ ফরহাদ, মোতাহেরুল আলম, মাছ বাজারের মোহাম্মদ আলম, নাসির উদ্দিন আহমদ, নতুন বাহারছড়া আবু শামা, বার্মিজ স্কুল রোডের মোহাম্মদ আমিনুল হক, মং মং, সদর উপজেলা বাজারের মোহাম্মদ ছিদ্দিক নুরী, কলাতলীর আব্দুস সাত্তার, হাসপাতাল সড়কের আশরাফুল আজিজ, আব্দুর রহিম, জিয়া কমপ্লেক্সের শফিকুল ইসলাম, টেকপাড়ার ইকরাম আলী খান, বাজারঘাটার আজিজুল হক চৌধুরী, জসিম উদ্দীন, ফায়ার সার্ভিস এলাকার মনছুর আলম (সাবেক কমিশনার), বড় বাজারের ওসমান সরওয়ার আলম, কালুর দোকানের মোহাম্মদ শেখ সেলিম, আলির জাহালের মাওলানা ফারহান উল্লাহ, রুমালিয়ার ছড়ার মোঃ করিম উল্লাহ, বাস টার্মিনালের ইমাম হোসাইন, বিজিবি ক্যাম্পের ডা. নুরুল ইসলাম, চাউল বাজারের সমীর কান্তি দে, খুরুশকুল রোডের জাহেদুল মোস্তাফা, এন্ডারসন রোডের রাশেদ মাহমুদ এবং বার্মিজ মার্কেটের কাউছার আলম। নবগঠিত কক্সবাজার দোকান মালিক ফোরামের সদস্য সচিব মাওলানা আব্দুল গফুর বলেন, কক্সবাজার জেলার ব্যবসায়ীদের মধ্যে যারা বর্ধিত পৌরসভায় অবস্থান করছেন, বসবাস এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন তাদের সংগঠিত করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে কক্সবাজার দোকান মালিক ফোরাম। তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ী সংগঠন থাকলেও পৌরসভায় অবস্থানকারীদের কোনো প্রতিনিধিত্বকারী সংগঠন ছিল না। যে কারণে ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে হয়রানির শিকার। পাশাপাশি প্রশাসনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। সবকিছু বিবেচনায় দীর্ঘ প্রায় এক বছর সাধনা করে নতুন এই প্লাটফর্ম করা হয়েছে। মাওলানা আব্দুল গফুর বলেন, প্রাথমিকভাবে ১,০০০ মতো সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আরো সদস্য নেওয়া হবে। এ সংগঠনটি ব্যবসায়ীদের উন্নয়ন ও অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।